উত্তরহাওলা ইউনিয়নটি উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান অনুযায়ী এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই ইউনিয়কে ঘিরে রয়েছে ভারতের সীমানা। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য ইউনিয়নে মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন, কথ্য ভাষায় মহা প্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে।
এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, এর সভ্যতা বহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। এছাড়াও এ এলাকায় কিছু ক্ষুদ্র জাতিসত্বা বসবাস করে যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সাংস্কৃতিক পরিমন্ডলে বাইশগাঁও ইউনিয়নের অবদানও অনস্বীকার্য। সুর সম্রাট ওস্তাদআলাউদ্দিন খান, ওস্তাদ আয়েত আলী খান, ওস্তাদ আকবর আলী খান প্রমুখ ভুবনবিখ্যাত সংগীতজ্ঞ স্মৃতি বিজড়িত অত্র ইউনিয়নটি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS